স্মৃতির সরণি বেয়ে ছবি সব ভাসে,
অপলকে দেখি চেয়ে অশ্রু ভরে রাশে;
কত শত মধু স্মৃতি স্নেহ প্রেমে মাখা,
হাসি কান্না নানা গীতি হৃদয়েতে রাখা;
কপট বকুনি ছলে আদরে সোহাগে,
টেনে নিতে মিঠে বলে স্মৃতি মনে জাগে;
মধুর পরশে সিক্ত চঞ্চল এ মন,
শুনিনি বাক্য তিক্ত জননী যে ধন।
কোথা মাগো চলে গেলে খুঁজে ফিরে আঁখি,
কেন মোরে একা ফেলে দিলে তুমি ফাঁকি;
মনে পড়ে দুখে ভাসি ফিরে পেতে চাই,
জনমে জনমে আসি যেন পাই ঠাঁই।