মন খারাপি মেঘ দুপুরে বিষন্নতা ছায়,
হঠাৎ করে মনের দিশা হারিয়ে কোথা যায়।
ছন্দহীন খামখেয়ালী লাগেনা কিছু ভালো,
উদাসী মন বাসনা হত আঁধার ঢাকা কালো।
জীবন নদে ভুলের স্রোত ফল্গু হয়ে বয়,
রিক্ত হৃদি অতীত স্মৃতি ভারে কাতর হয়।
চুপকথারা দেয় যে উঁকি গহীন হৃদি তলে,
বিহ্বলতা আবেশ হানে চিত্ত মাঝে দলে।
অজানা কোন আলোর রেখা করে ইশারা চুপে,
হৃদ ভিতরে জাগায় আশা পূর্বরাগ রূপে।
প্রকৃতি মাঝ কি সুর বাজে একাই শুনি কানে,
মেঘ দুপুরে উতলা মন চলে সুরের টানে।
বিবাগী বায় সে সুরে ধায় ছন্দ লয়ে মেতে,
খেয়ালি মন আবেগ মোহে চায় যে সনে যেতে।
বেদুইনের মতন হয়ে দূর অজানা পথে,
বিভোর হয়ে অসীম পানে চলে কল্প রথে।
আকাশ পারে হারায় ক্ষণে মেঘ মেদুর বেশে।
বিজন বাটে তেপান্তরে হারায় সুখে হেসে।
বলাকা পাখে খুশিতে উড়ে মেঘের কোলে ভাসে,
অলিক সুখে চুপকথারা খিলখিলিয়ে হাসে।