ছোট ছোট আত্মহত্যাগুলোকে
প্রশ্রয় দিই না
জমিয়ে রাখি না
পচনের গন্ধ সহ্য করতে পারিনা বলে
বিকেলের দূর্বাঘাস হলুদ হলে
আবৃত্তি শোনাই তার কানে —
ধূলো-জামা ভালোবাসি
ভালোবাসি রঙ-তরী
ভালোবাসা ভালোবাসি
এলোমেলো ওড়াউড়ি
চাঁদ নেমে আসে তার ঘায়ে
এবারে
শব্দে মন দিই
নিখুঁত ভাবে
ওরা অবহেলা পছন্দ করে না
আর আমি…
মনের ক্যানসার