এ ঘর ত্যাগ করিলাম
হয়তো ফেরা হইবে না ,
তোমরা সকল কিছু ভাগ করিয়া খাইও
আমার আর খাওয়া হইবে না,
নিঝুম রাতের কোলে মাথা দিয়া ঘুমাইয়া ছিলে
চলিয়া গেলাম এই মধ্যরাতে কিছু নাহি বলে ;
যাহা চাহিয়া ছিলে এই হৃদয় হইতে
আমি পারিনি তাহার অনুরোধ রাখিতে ও সহিতে,
অক্ষমতার বিরাট পাথর ছিলাম তোমাদের পথ জুড়িয়া
মধ্যরাতে তাই; হতাশার জোয়ারে আমি ভাসিয়া যাই
আশা প্রত্যাশা থাকুক না থাকুক দিলাম সবই ছাড়িয়া ;
যদি কোনদিন পারি ,আসিব তোমাদের বাড়ি; সেই দিন ও দিবে কি তারাইয়া ?
ঘর বোঝাই রাখিয়া গেলাম কত পুরস্কার
ঘর ছাড়িয়া গেলাম; লইয়া গেলাম মাথা বোঝাই তিরস্কার
এই জীবন জুড়িয়া; ঘর ভরিয়া রাখিয়া; গেলাম কত স্মৃতি.. কত… সম্মান
যাইবার কালে নিয়া গেলাম শুধুই অপমান…. অপমান… অপমান……
ত্যাগ করিয়া গেলাম সবকিছু
কিছুই ভোগ করিতে পারিলাম না ;
ভালবাসিয়া গেলাম সবাইরে
ভালোবাসার আশ্বাসটুকুও পাইলাম না ,
পাইলাম না তাহার কুল কিনারা।