দেখেছেন এই সারা গায়ে দাগ? থাবা দিয়ে আঁচড়ানো?
আমাকেই ওরা বিষাক্ত সব লতাপাতা দিয়ে মেরেছিল
দেখেছেন এই মুখের এপাশে গ্যাংগ্রিন, পোড়া ঘা
আমাকেই ওরা মধু ও পারদ দিয়ে বলেছিল, খা
মড়কের আগে গন্ডার হয়ে হা হা করে চেঁচিয়েছি
কেঁদেছি শরতে ঘোটকের পিঠে জ্বলে যাওয়া ধান দেখে
ওসব কিছু না, হাভাতের দল, যা যা বাড়ি ফিরে যা
দেখেছেন এই বিশ্ব, এখানে গলি চিনে চিনে এসেছিলাম
টপকে চলেছি সাপ ও গরুড়, গণিকার খোলা গা
দেখছেন দাগ, মুখের এপাশে ফেটে যাওয়া গনোরিয়া
আজও লম্পট, লোভী আমি, পাপে ভারী হয়ে আসে পা