ভোর ছুঁয়েছে প্রথম কুয়াশাকে
ধরাতলে গ্ৰাম ও শহর বাঁকে।
শিউলি চলে খেজুর কলস নিতে,
কুয়াশা মাঝ ভোরের মৃদু শীতে।
বয় সমীরণ কুহেলিকায় ধীরে,
হিজল ফাঁকে আলোর রেখা ফিরে।
শিশির পাতের টুপুস শব্দ তানে,
বসুন্ধরা কর্ম বিচল প্রাণে।
বিকশিত পুষ্পরাজি বাগে,
সুশোভিত বিচিত্র রূপ রাগে।
দূরের বনে কেকী সুরে ডাকে,
কুয়াশাতে নৃত্যে মাতে ঝাঁকে।
বিহঙ্গ সব বায়ে ভেসে দলে,
উড়ে বেড়ায় নীলাভ আকাশ তলে।
দিনমণি স্বর্ণরথে চড়ে
রক্তিম সাজে রাজে ভুবন পরে।
নদী জলে ভাটিয়ালি গানে,
পারাপারে মাঝি বৈঠা টানে।
কৃষক চলে মনে খুশি নিয়ে
করতে আবাদ জমি লাঙল দিয়ে।