একটা ভোরের শেষ লগ্ন। কলকল্লোল মুখর আলোকে মনের পসরা সাজিয়ে বসে এই শতাব্দীর দুঃস্থ নাগরিক…..,
শান্ত নির্জনতা এখন অধরা,
কেবল গুপ্ত মুকুরে ভাসমান
কল্পিত স্বপ্নের যাবতীয় রূপরেখা।
একটা ভোরের অবসান। যে যার ডেরায় একটা গন্ডি টেনে ভীরু হৃদয়টা
মেলে রাখে বারান্দাতে,
দশানন কোন অজুহাতে ভিক্ষের বদলে
ছিনিয়ে নিতে চায় অপরূপ প্রতিমা!
একটা ভোর শেষ হয়। প্রখর কিরণে মাথার তালুতে বাদ্যি বাজে অবিরাম…..
নাটুকেপনা এবার শান্তির কবচ পরে
জীবনকে দেখাতে চায় আগুনের গোলকধাম।