অসুখী সময়ের জ্বরে ভুগে ভুগে
শীর্ণ হয় পৃথিবীর পরমান্ন- আয়ু ।
ভয়ানক ভয়ে ভয়ে ভেসে ওঠে
অপুষ্ট সভ্যতার চরে
শত শত কিশোরীর পোয়াতি শরীর !
বাণিজ্যের ব্যাকরণে বদলে যায়
মানবিক সংজ্ঞার মায়া ।
যুদ্ধের ছায়ায় বসে কালনেমি- সংঘের সভা ।
দূর থেকে আস্ফালন আচমন সেরে
যে যার সে তার মতো হাত সেঁকে
চাপা পড়া জীবন্ত লাশের লাভায় ।
অসাধু স্বার্থের পরিবাহী তারে
ছ্যাঁকা লাগে কবিতার সত্য শেকড়ে ।
তবুও শেষ বিজয়পতনের শাব্দিক শিয়রের পাশে
আমি কবিতার প্রতিটি শব্দের চোখে
রিমঝিম ভোরের টুপটাপ স্বপ্ন দেখতে পাই ।