নির্বাচনের ঢাক বেজেছে,
নির্বাচনের ঢাক,
নাওয়া-খাওয়া,এবম্বিধ,
এখন মাথায় থাক্ ।
মন্ত্রী ছোটেন,সান্ত্রী ছোটেন,
ছোটেন নেতা-নেত্রী,
ভোট বাজার করতে গরম,
আসেন প্রধানমন্ত্রী।
নিজের দলে লোক নেই যার,
ভেঙে অন্যের ঘর,
দল ভাঙিয়ে আনেন কতই
কেবা আপন পর।
শোনান্ কতই আশারবাণী,
থাকবে না আর কষ্ট,
ভোটের পরে ডুমু্রের ফুল,
কথাটি বড়ই স্পষ্ট।
কেউবা বলে রাম ভজিতে,
কেউ বা বলে বামে,
কেউবা বলে আগমার্কা
দেখবেন চিহ্ন নামে।
কেউ বা বলে, এই প্রতীকে
দেবেন সবাই ভোট
ভোটের পরে দেখবে সবে,
কাক-কোকিল একজোট।
ভোটের সময় জামাই আদর,
আয়,ভোটার আয়
ভোটের পরে শ্বশুর মশাই,
আর ফিরে না চায়।
ভোটের আগে করজোড়ে,
সবাইয়ের ধরে কর,
ভোটের পরে নিত্য-নতুন,
মারবে “কর”-এর চড্।