নীলাকাশে নানা রঙের নানান ঘুড়ির মেলা-
শরৎ ঋতুর জানায় মায়ের আসার পালা।
বিশ্বকর্মা পুজোর দিনে নানান ঘুড়ি ওড়ে
পেটকাটির কলে মাঞ্জা সুতো লাগায় ভোরে
আকাশ জুড়ে পেটকাটি,চাঁদিয়ালের প্যাচ চলে
সারা বেলা চিৎকার শোরগোল ভোকাট্টা বলে।
নীলাকাশে নানা রঙের নানান ঘুড়ির মেলা-
শরৎ ঋতুর জানায় মায়ের আসার পালা।
বিশ্বকর্মা পুজোর দিনে নানান ঘুড়ি ওড়ে
পেটকাটির কলে মাঞ্জা সুতো লাগায় ভোরে
আকাশ জুড়ে পেটকাটি,চাঁদিয়ালের প্যাচ চলে
সারা বেলা চিৎকার শোরগোল ভোকাট্টা বলে।