সব দীর্ঘশ্বাস বাক্সে ভরে মুখ বন্ধ করেছি
এখন শুধু কিছু মুহুর্ত বাকি
বহুদূরে ছুরে ফেলে
হাত ধুয়ে নেবো হ্যান্ড ওয়াশ দিয়ে
এবার একটা মাইন্ড ওয়াশ ও বাজারে আসা দরকার
একটা একটা করে ঘাস কুড়িয়ে
মালা বানালেই
আগমী শোনাবে সুখের গল্প
পাতার ভাঁজ খুললেই বেড়িয়ে আসবে
এক একটি রাজহাঁস
যার প্রতিটা পালকে রঙ কবিতার নিশ্বাস লেগে থাকবে