ভরা অমাবস্যা ঘুটঘুটে অন্ধকার
বিতাড়িত উৎসব বিদেহী আত্মার
মর্ত্যে আসে তারা যে চতুর্দশী রাতে
পারে না অশরীরি তবে বিঘ্ন ঘটাতে।
ভূত দেখলেই হবে সবারই রক্ত হিম
হিমেল হাওয়ায় শুধু তো ভাসে হিম
ভয়ে জড়োসড় তাই দেহ হিমশিম
কার্তিক-চতুর্দশী জ্বলে চৌদ্দ পিদিম।
কার্তিকেই নিয়ম ঋতুপরিবর্তন
রোগে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকরণ
স্বাস্থ্য রক্ষার্থেই প্রধানত প্রয়োজন
চৌদ্দ শাক করা হয় অবশ্য ভক্ষণ।
চৌদ্দ পুরুষের আত্মার তুষ্টি সাধন
ধর্মরাজের নামে সান্ধ্য-দীপ প্রজ্বলন
প্রদীপ আলোয় প্রেতাত্মারা হয় খুশি
তাই আলোর রোশনাই ভূত চতুর্দশী।