[15:57, 18/05/2023] Shibani Gupta (Writer): তেপান্তরে মাঠ পেরিয়ে
ভূতের গ্রামে জঙ্গলে,
রাত দুপুরে বিকট সুরে
নাচে ভূতের দঙ্গলে।
জলার ধারে শ্যাওড়া ডালে
পেত্নীরা পা দুলিয়ে,
মুলোর মত দাঁতটা মেলে
মাথা নিচে ঝুলিয়ে।
কুমীর পিঠে জলা ভূতনী
দিনরাতে চক্করে,
ভুলেও সেথা মানুষ এলে
ঘাড়টি মুড়ে ফট্টরে।
ভেলকিবাজি করে ভূতে
লোককে ফেলে ছলেতে
কাঁপতে থাকে মরণ ভয়ে
হিম ঠান্ডা জলেতে।
ভূতের রাজা করবে বিয়ে
সাধটা মনে জেগেছে,
ভূতনী রূপে প্রেমের ধূপে
মনেতে রঙ লেগেছে।
ভূতের গ্রামে পড়লো সাড়া
নাচছে সবে খুশিতে,
মুন্ডু ভাজা রক্ত তাজা
পাচ্ছে মজা চুষিতে।
চোখ মটকে আহ্লাদেতে
ভূতনী করে ন্যাকামি,
হাড়ের মালা দিলাম গলে
হলিরে মোর সোয়ামি।
[17:12, 18/05/2023] Shibani Gupta (Writer): দেখবো ঘুরে জগতটাকে
শিবানী গুপ্ত
দেখবো ঘুরে জগতটাকে
থাকবো নাকো বদ্ধ ঘরে,
বিশ্ব ভরে সৃষ্টি যতো
দেখবো আমি পরান ভরে।
কূপমুন্ডুক সেজে কভু
রইবো নাতো ঘরের কোণে,
দুচোখ মেলে দেখবো যে সব
জ্ঞানী জনের কথা শোনে।
উত্তর থেকে দক্ষিণ মেরু
দেখবো ঘুরে সকল কিছু,
রাখবো সাথে গাইডের বুকটা
চলবো মেনে নির্দেশ পিছু।
অচেনা আর অজানাকে
জানতে আমার সাধ যে ভারী,
বীরের বেশে দেশ বিদেশে
দেবোই একদিন আমি পাড়ি।
দেখেশুনে অভিজ্ঞতার
গল্পখানা বলবো যবে,
বিস্ময়ে চোখ ছানাবড়া
সবার তখন হবেই হবে।