ভুল তো সেদিন হয়েছিল
যেদিন তোমার প্রেমে পড়ে
তোমায় পাবার জন্য মড়িয়া হয়েছিলাম।
ভুল আবারও করেছিলাম
তোমার ঠোঁটের স্পর্শ পাওয়ার আশে
জেনে শুনে বিষ পান করেছিলাম।
ভুল প্রতি মুহূর্তে করি
তোমায় ভুলতে চেয়ে,
স্মৃতির বোঝা আরও বাড়িয়ে তুলি।
ভুল আজকেও করলাম
তোমায় ভালোবাসার টানে
খুব ভোরে জেগেই মিসডকল দিলাম।
তোমার কণ্ঠে ভালোবাসার
আবেদন শুনবার অছিলায়
প্রতিদিন করি স্মৃতি রোমন্থন
ভালোবাসি যে বড্ড তোমায়।