ভুলি নাই তারে, ভুলিয়াছি পথ
স্নিগ্ধ বনের ছায়ে
দুকুল নদীর অশ্রু ভেজানো
যেথায় পায়ের চিহ্ন পরে।
কত সুখ যামে, কত গোল চাঁদে
অধরে অধর রেখে
কত স্মৃতিকণা মেখেছি দুজনে
শরীরে শরীর ছুঁয়ে।
দিবা নিশি ঘোর কেটে যায় বেলা
সপ্তডিঙ্গা ভাসে
ভুলে গেছি সব অজানারে চেনা
নিখিল বিশ্ব মাঝে।
তবু তোর বাণী শুনি আমি শুনি
চিত্তে দো-তারা বাজে
হাতের কাঁপুনি বুকের কাঁপুনি
তোর অধর আলোর সাঝে।