হৃদয়ে ছবিটি যার অবিরত ভাসে,
প্রেমময় অনুভব ভরা আছে রাশে।
হৃদি মাঝে গুন গুন ভ্রমরের গানে,
মন বলে বুঝে গেছি পিরিতিরমানে
সদা বসে ভাবি শুধু তাঁর কথা মনে
মিঠে কথা হাসি মুখ আলাপন সনে
যদি কভু মান করে কটু বলি তাঁরে
বিষাদের ছবি যেন মুখে বারে বারে
মন চায় বাহু ডোরে বেঁধে শুধু রাখি
সেইমোর সখাযেন আমিতাঁর সাকি
মনে হয় তাঁকে ছেড়ে বেঁচে থাকা
দায়
অবোঝ মনটা কেন বুঝেনা যে হায়
মিছে ভুল ভেবে আমি দোষ তাঁর ধরি
অভিমানে দূরে গেল মরমেতে মরি
যত ভাবি লাজ ভরে পথ পানে চাই
বলো সবে কইগেলে তাঁরদেখা পাই
ভালোবাসি যারে মন চায় তাঁরে ফিরে
জীবনের যত সুখ রয় তাঁকে ঘিরে
সাথী হয় সখা হয় মন বলে তাই
তাঁকে বিনেজীবনের কোনদাম নাই