ভালোবাসা আশায় আশায় বেঁচে থাকে মনে,
সবার দৃষ্টির আড়ালে- হয়তোবা কিছুটা সংগোপনে,
প্রতি নিঃশ্বাসে দুর্গন্ধ ঝরে পড়ে,
প্রতিক্ষনে নিঃশব্দে অস্তমিত রবি পথ চলা শুরু করে,
তবু ও তো ভালোবাসায় ভেজা মন
রোদেলা বসন্তের রক্তিম লজ্জা নিয়ে,
আলো ছায়া ঘেরা যান্ত্রিক জীবনে ,
ভালোবাসার বাসা খুঁজে ফেরে।
মিথ্যে মায়ার শিকল পরে,অলীক অনুরাগের আশায়
কানামাছি খেলা চলে অন্তহীন।
বহু যুগের পর যখন বর্ষা এলো, তখনও আমি পত্রহীন !
মনচৌকাঠে হোঁচট খেয়ে , হারিয়ে গেছে হারানো সুর,
কলিং বেলের ঝনঝনানিতে দ্রুত শেষ হয় অলস দুপুর।
আর কয়েকটা দিন ভালোবাসা বাঁচার স্বপ্নে করি দিনযাপন,
পড়ন্ত বিকেলের চিকন আলোয় মৃত্যুর দিগন্তরেখা লাগে আপন।
তবু ও ভালোবাসা বেঁচে থাকে,
ঘিঞ্জি শহরের ভিড়ে, নোংরা গলিঘুঁজির ফাঁকে ফাঁকে
আজও ভালোবাসা বেঁচে থাকে …..
ভালোবাসা ঠিক বেঁচে থাকে।