আমি সেই বোন,
যে দেখেছে শত সহস্র ভাইয়ের রক্তে
লাল হয়েছে রাজপথ,কেবল
বাংলা ভাষার মান রাখতে।
আমি সেই মা,
যে জঠরজাত সন্তানকে বলি হতে
দেখেছে,মাতৃভাষার মান রাখতে,
দেখেছি লুম্পেনদের তান্ডব।
আমি সেই স্ত্রী,
যে সাদা থান পড়ে অলিতে গলিতে
গেয়ে ফিরি বাংলা লোকগান;
যার সিঁথির সিঁদুর কেড়ে নিয়েছে ঐ অত্যাচারীরা।
আমি সেই মেয়ে,
যার সম্ভ্রম উজার করে দিয়েছি
ঐ মানুষরূপী হায়নাদের হাতে,
শুধু বাংলাভাষায় কথা বলার জন্য।
চেয়েছিল রুদ্ধ করতে কন্ঠ,
কেড়েছিল নারীর সম্ভ্রম,
হেনেছিল লক্ষ্মাধিক প্রাণ,
হে বাংলা রাখতে তোমার মান।
পিছু হটেছে অত্যাচারীরা,
রক্তের বিনিময়ে এনেছি জিতে,
বাংলা আজ বিশ্বদরবারে
পড়েছে মুকুট অবহেলে।
২১শে ফেব্রুয়ারি আজ ভাষাদিবস
২১ আজ আন্তজার্তিক,
বাংলা করলে অমর তুমি
ফেব্রুয়ারির ২১কে আজি।