ভারত আমার জন্মভূমি,
আমি দেশকে ভালোবাসি..
প্রেরণা যেথায় সহিষ্ণুতা
মানবতা পাশাপাশি ।
কুসুমে কুসুমে ঢাকা প্রান্তর
শস্য শ্যামল খেত
অংশুমানের দীপ্তকিরণ
ঘোচায় মনের খেদ ।
নির্ভীক নিঃশঙ্ক চিতে
হেথায় সেনার দল
তিমির রজনী জাগরণে কাটে
দুর্জয় মনোবল ।
শীর্ণ মলিন মুক্তকেশের
স্নিগ্ধ জননী
ভালোবাসা ও স্নেহবন্ধনে
ধৌত মনের গ্লানি ।
তেত্রিশ কোটি দেবতা পূজিত
মহত্ব অগাধ
প্রার্থনা করি বিপদে ও দুখে
পূরাই মনের সাধ ।
উঁচু পর্বত মরু প্রান্তর
ঊর্মি বালুকাবেলা
নানা ভাষাভাষী মনুষ্যজন
নানা বেশভুষা মেলা ।
গঙ্গা যমুনা হাজার নদী
বয়ে যেথা অবিরাম
কেদার বদ্রী কাশী বারাণসী
পবিত্র এই ধাম।
বড়দিন আর ঈদ মহরম
দুর্গাপূজার সাথী
হাতে হাত রেখে ভাই ভাই সবে
সব উৎসবে মাতি।
কাশ্মীর থেকে কন্যাকুমারী
সবখানে প্রিয়জন
ঈশ্বর আল্লা থাকে পাশাপাশি
ঐক্যবন্ধন ।
রবি নজরুল বিবেকানন্দ
সুভাষ ক্ষুদিরাম
মহামানবের মিলন তীর্থ
ভারতবর্ষ নাম।