আমার চারদিকে কত মানুষ , নানা ধরনের মানুষ ,যাদের নানা ধরনের আচরণ ,
এক অদ্ভুত ক্ষ্যাপামিতে ভরা সমাজ ,
হাসি ,কান্না, রাগ ,ঘৃণা, হিংসা ,ভালোবাসা সব ছড়িয়ে ছিটিয়ে আছে,
যে যা পাচ্ছে, কুড়িয়ে গায়ে মেখে নিচ্ছে,
তারপর আর তারপর নানা রূপে অবতীর্ণ হচ্ছে নানান ভূমিকায়,
কেউ অবুঝ, কেউ বেশি জ্ঞানী, কেউ চুপচাপ, আবার কেউ অট্টহাসিতে ফেটে পড়ে খেয়ালে ।
আমি মানুষের মেলার মাঝে ঘুরে বেড়াচ্ছি ,
আপন মনে কবিতার লাইন খুঁজছি ,
বিচিত্র ভূমিকা দেখে ভাবে অনুভবে চিৎকার করে উঠছি।
গান গাইছি; ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলো, তারপর আবার হেঁটে বেড়াচ্ছি ভিড়ের মাঝে ,
আমি যে স্বপ্নের ফেরিওয়ালা যে স্বপ্ন ফেরি করে এবেলা ওবেলা ,
আমি যে হাসিমুখে পথ চলি,
আমি যে ভেতরে ভেতরে কান্নায় অনেক কথা বলি,
স্বপ্ন দেখি আর ভাবি এক নতুন পৃথিবীর
আর এক নতুন আলো মাখা সমাজের,
আমি যে গান গাই ; ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলো…