কিছুটা বিলম্ব হলেও দীর্ঘ টালবাহানার মধ্যেই
একটা জীবন পেল এই সদ্যোজাত মুহূর্তগুলো
যাকে ঘিরে রঙ বেরঙের নানান সমারোহ
যাকে ঘিরে বেজে ওঠে গান ও সুর
হাসি -হাততালি -কলরব
মুখর এই প্রহরগুলো এসে চারপাশের নীরবতা ভাঙে
দূর আকাশে ছবির মতো ভেসে ওঠে
সবুজ পাহাড়ে ঘেরা তৃপ্তি ভরা দিগন্ত রেখা
জেগে ওঠে বাতাসের দূরন্ত ঢেউ
আর হৃদয়ের কিছু গাঢ় অনুভব,ভাব ও ভাবনা
এভাবে চারপাশ চিত্রার্পিত হলে
আমি দু’চোখের ভেতর বিস্ময়বোধক চিহ্ন আঁকি
আকাশের সুষমায় আটকে যায় চোখ
আর তখনই নিজের ভেতর নিজেকে খুঁজি বারবার
দেখি,জীবন পাওয়া সদ্যোজাত মুহূর্তগুলো
একে একে গড়িয়ে যাচ্ছে লাবণ্য বাতাসে
যেন দ্রুত মিলিয়ে যাচ্ছে সে সব দূর অন্তরালে
তখন এবেলা ওবেলা সারাক্ষণ আমি
আড়ি পেতে থাকি নতুন কোন মুহূর্তের অনুভবের দিকে
আর কবিতার কথা ভাবতে ভাবতে আমি
মনে মনে রুদ্ধশ্বাসে ছুটতে থাকি বিলক্ষণ ।