ভাইকে আমার ফোঁটা দিতে
সকাল থেকে ব্যস্ত চিতে
মঙ্গল ডালি সাজে,
ধান্য দূর্বা পুষ্প চন্দন
সুখাদ্য সব করে রন্ধন
স্তরে স্তরে রাজে।
দুদিন থেকেই ছোটা ছুটি
আনন্দে মন পড়ছে লুটি
ভাইফোঁটার তরে,
ভাইকে কিছু দেবো বলে
জামা কিনে লুকোই ছলে
দিতে অবাক করে।
চন্দনের টিপ ভাইকে দিলাম
যমকে বকে আয়ু নিলাম
দোরে কাঁটা রেখে,
বিপদ বালাই আসবে না আর
পেট পুরে খা ভাইটি আমার
মুখে হাসি মেখে।