কার্তিক মাসের শুক্ল পক্ষে
শুভ দ্বিতীয়ার ক্ষণে,
ভাই কপালে বোনের ফোঁটা
স্নেহ প্রীতি সনে।
শাস্ত্রে আছে যমুনা দেয়
যম দাদাকে ফোঁটা,
চিরায়ু হও বলে মাথায়
দেয় দূর্বা ধান গোটা।
যুগে যুগে এই রীতিতেই
ভাইকে ফোঁটা দিয়ে,
আশির্বাদ দেয় স্নেহ ভরে
বোন যে অর্ঘ্য নিয়ে।