লালকুঠিতে কান্নার শব্দ
পেত্নীর খিলখিল হাসি শুনি,
গাত্র ছমছম আঁধার রাতে
ভয়ে শুধু প্রহর গুনি।
আসল কথা ফাঁকা বাড়ি
সবাই ভূতের বাড়ি বলে,
দিনের বেলায় গিয়ে দেখি
পা দুটো যে কেমন টলে।
ছমছমে ভাব আঁধার কালো
অমাবস্যার আঁধার রাতে,
হনহনিয়ে মামদো মশায়
চলে জবার মালা হাতে।
ভূতের ভয়ে অবশ হয়ে
থাকি আমি নিজ ঘরে
পেত্নি এসে চুপিচুপি
আমার কাঁধটা চেপে ধরে।
পেত্নি বলে কেন বাছা
কেবল কাঁপছ খালি খালি,
রাম রাম বলে সারাদিবস
আমায় দিচ্ছ শুধু গালি!