তারপরেও সন্দেহের জঞ্জালে দু পা বাড়িয়ে
নানা কঠিন অঙ্কের ফাঁদে বন্দি।
কিছুতেই সহজসাধ্য নয় জাল কেটে বেরোতে,
কিছুতেই সহজলভ্য নয় বাধাগুলো ডিঙোতে ,
মানসিকতার গোলকধাঁধায় জড়ানো নানান ফন্দি।
অতএব সুখকে আলবিদা জানিয়ে গুটি গুটি পায়ে
অশান্তির মহাভোজে রসনার তৃপ্তিতে ব্যস্ত জীবন।
এতবার কানমলা খেয়ে নাকখত দিয়েও
অসম্পূর্ণ শিক্ষায় কেন তৎপর হামাগুড়ি দিতে?
বেলতলাটা ন্যাড়ার যদি খুব পছন্দসই জায়গা
তবে পায়ে পায়ে দুঃখগুলো আসে কুমন্ত্রনাতে।
তারপরেও কষ্টের চোখ রাঙানিতে কেন এত ভ্রান্তি ?
লক্ষণরেখা না মেনে যথেচ্ছ দৃপ্ত ব্যবহারে
অগোছাল চলনবলনে থাকে না কোনো কান্তি।
এরপরেও ভয়াল অভিজ্ঞতায় নাছোড়বান্দা হয়ে
কেনই বা বিপদের সাথে করি অশুভ সন্ধি ?