কোন অভিযোগ নেই আর
লাঞ্ছনা অবমাননা সয়ে সয়ে আজ তুমি
দাঁড়িয়ে পথ প্রান্তে,
বোবা হয়ে গেছো তুমি।
কোন প্রতিবাদ নেই,
শুধু আঁখি ছল ছল
ঠোঁট দু’টির নীরব কাকুতি শুধু তাড়া করে,
মনের সুপ্ত ভিসুভিয়াস বুঝি
জেগে উঠতে চায়
চোখ জড়ানো তন্দ্রা… ঢলে পড়ে তাই।
মনের অব্যক্ত লিপি নিয়ে
তুমি বারবার কাছে আসো
আর ফিরে চলে যাও ;
পারনা মনের সাধ ; আশা ভালোবাসার
কথা শোনাতে, বোঝাতে–
তুমি বোবা হয়ে গেছো।
তুমি বোবা হয়ে গেছো
আমার হৃদয়ের ডাক
তাই আর অনুকরণ করতে পারনা
পারনা আগের মত হাসির ছটায়
ভালোবাসার আঙিনায়
হৃদয়ের দ্বার খুলতে।
পারনা সহস্র জ্বালার হাত থেকে
খুঁজে নিতে মুক্তির পথকে,
পারনা অবহেলিত হৃদয়কে
তুলে ধরতে বাঁচার সমুখে।
মৃত্যুর পথ চেয়ে প্রহর গুনো
সময় চলে যায়–
দুঃখ জাগে পারিপার্শ্বিকতা তোমার বাক
রুদ্ধ করে দিল,
কাল সভ্যতা তোমার শক্তি ছিনিয়ে নিল
বলতে দিল না তাদের সমুখে তোমাকে কিছুই
জানতে দিলনা বহু আশা
বুঝতে দিল না বহু স্বপ্ন।
আশার সংহতি, মুক্তির পথ
কাঁটায় ভরে গেছে
চলার পথ রুদ্ধ।
ঝড় বাতাসে ডালে ডালে শব্দ জাগে
–মেঘ গরজায়
তুমি চমকে উঠে আকাশপানে চেয়ে থাকো
বহু কিছু ভাবো–
ভাবনাগুলো সুদূর বলাকার মতো
সুদূরেই পড়ে থাকে
কাছে আসে না – মনে বাজেনা..
শুধু নীরব কাঁদন এসে কপোল গড়ায় ;
আমার ইচ্ছা ফুরোয় না–
তুমি পারনা ভিসুভিয়াসের ঘুম ভাঙাতে
তুমি বোবা হয়ে গেছো।