সহজ সরল নেইকো গরল
বাসতো সবায় ভালো,
দুখটা দেখে প্রীতি মেখে
জ্বালতো আশার আলো।
বন্ধু জনে খুশির সনে
দিতো কত কিছু,
বিপদ এলে যায় যে ফেলে
চায়না ফিরে পিছু।
ভাবতো যাকে সবার আপন
সেও দিয়েছে আড়ি ,
ধনীর ব্যাটা বড়োই ঠ্যাটা
হাঁকিয়ে চলে গাড়ি।
হায় রে কপাল! ঘোর কলিকাল
দুঃখ কাঁড়ি কাঁড়ি,
ফেল করে সেই ছেলেটি আজ
ফিরে গেল বাড়ি।
চোখের জলে মাকেই বলে
মনের দুঃখ যত,
বুঝান মায়ে স্নেহের ছায়ে
জ্ঞানীর বাণী কত।
সময় ধরে জীবন গড়ে
নিতে হয় রে বাবু,
শিক্ষা নিতে দৃঢ় চিতে
সময়কে কর কাবু।
পড়ার সময় হেলা তো নয়
শুধুই তখন পড়া,
খেলার সময় খেলবে নিশ্চয়
চাই সময়কে ধরা।
সকল জ্ঞানী চলেন মানি
সময় গতির ধারা,
তাঁদের মতে চললে পথে
মিলবে সুফল সারা।
বোধোদয়ে সময় জয়ে
সেই ছেলেটি চলে,
সময় গীতি মানলো নিতি
সুযশ লোকে বলে।