শিশু বলে বকছো শুধু
দাওনা শিক্ষা কোনখানে,
হাজার ভুলে তোমরা নিচু
আমরা থাকি অভিমানে।
বইয়ের বোঝা চাপিয়ে দিয়ে –
তোমরা শুধু স্বপ্ন দেখো,
চলছি নুজ্যবুকে দুঃখ নিয়ে
শিশুর জগৎ লুকিয়ে রাখো।
যন্ত্রবৎ জীবন মোদের ,
তোমরা ভীষণ স্বার্থপর
বড় হওয়ার গোপন স্বাদের
মোদের শেখাও আপন-পর।
খেলার মাঠ আর দেখিনা,
পাইনা দাদু-দিদার আদর,
পায়রার খোপে শ্বাস পড়েনা
কোথায় পাব সোহাগ চাদর?
আজ বুঝেছি পাইনি কিছু
পাইনি সুখের ছেলেবেলা
শৈশবকাল আজও নিচ্ছে পিছু-
মিথ্যা লাগে এ টাকার খেলা।