অনেক ভোরে উঠেছি , কখন সেই পাঁচটায় ।
ছুটতে হবে কাজে, বেড়ী বাঁধা পায় ।
পেটের তাগিদেই এত ছোটাছুটি ।
পুরুষ মানুষ এ সমাজে, পরিবারের খুঁটি ।
এই খুঁটি যদি হয় নড়বড়ে ,
লক্ষ্মী দেবী পথ ভুলেও, আসবে নাকো ঘরে ।
দারিদ্রতা ঢুকলে পরে ,
ভালোবাসা হয় ভঙ্গুর ।
দিনের শেষে বেজে ওঠে, বিরহেরই সুর ।
টাকা চাই, বাড়ী চাই, চাই লম্বা গাড়ী ,
উৎসব – অনুষ্ঠানে জামা, জুতো , শাড়ী ।
সবার মন জোগাতে গিয়েই এত বাড়াবাড়ি ।
সাধ পূরণ না হলে পরে, আমার সাথে আড়ি ।
এই অর্থের জন্যই তো, বিশ্বজুড়ে, এত মারামারি ।
আমিও তাই সবার মতো, ছুটছি সারাদিন ,
মানুষগুলোর মুখের হাসি, রাখতে অমলিন ।