শুনশান চরাচর
কুন্ডলী পাকিয়ে ওপরে ওঠে ধোঁয়া…
নীচে কচুরিপানায় ভরা মরা নদী
নদীর পাড় জুড়ে অনন্ত ঘাসের বিছানা…
লাল আর নীল মিশে যায় অজান্তেই
নদীর বুকে ফুটে ওঠে বেগুনি ফুল
সময়ের দাঁড়িপাল্লায় ওজন হয় কাঠ
আগুনের অস্থির চুম্বনে মৃদু শব্দ…
তারপর নৈঃশব্দ্য –
বেঁচে থাকা নৈঃশব্দটুকু গ্রাস করে ধোঁয়া
তারপর বাতাসের সাথে মেতে ওঠে নিবিড় আলিঙ্গনে!
ফুলের শরীর বেয়ে নেমে আসে জল
ধোঁয়ারা ছু্ঁয়ে ফেলে আকাশ…
পড়ে থাকে ঘাসের বিছানা.. মরা নদী আর দু একটা বেগুনি ফুল।