বৃষ্টি পড়ে টাপুর টুপুর সুরে সুরে
দাদুরির ডাক গ্যাঙর গ্যাঙর ওই যে দূরে।
শীতল বাতাস মিঠে লাগে
চোখে কেমন তন্দ্রা জাগে,
গরম জ্বালা কমলো খানিক বৃষ্টির ফলে
খিচুরির স্বাদ মনে আসে জিভের তলে।
বর্ষারানি চটুল হেসে মাতায় আজি
শুষ্ক ধরা কাদা মেখে থাকতে রাজি।
চাষি ভায়া কর্ষণ করে
বীজের রোপণ মাটি ভরে।
ফসল হলে মিটবে দুঃখ ধরার মাঝে
প্রভুর নিকট নিবেদনে সন্ধ্যা সাঁঝে।
প্রবল বৃষ্টি নীড় হারালো পাখির দলে
অন্বেষণে কতক ওড়ে আকাশ তলে।
মানুষ জনের ঘরে ঘরে
আর্তনাদ যে উঠছে ভরে।
ভাঙা শাখা পড়ল কতক টিনের চালে
টালির ছাদে প্রমাদ গোনে বৃষ্টির তালে।
অঝোর ধারা প্লাবন আনে বানের জলে
ভাসায় দুকূল ছাপিয়ে জল ধ্বংস বলে।
গরিব দুখী আশ্রয় খোঁজে
ভাগ্যে নির্ভর চক্ষু বোজে।
মধুসূদন পালক তুমি উদ্ধার করো
শক্ত হাতে সামাল দেবে হিতে ভরো।