বৃষ্টিস্নাত পথের ধারে
ধুলোবালি ঝরে পড়ে
ব্যথিত মনে আঘাত হেনে
কোন সে রুদ্র এল নেমে?
আজ সন্ধ্যা হল বৃষ্টি মুখর
অজস্র ধারায় ভিজল শহর।
বৃষ্টি নামল মনের ভিতর
টের পেল কি তার খবর?
নয়নে কেন অশ্রুধারা
আকাশ যেন পাগলপারা।
কেকাধ্বনি হল সারা
পেখম তুলে আত্মহারা।
বৃষ্টি ছোঁয়ায় মন চঞ্চল
বনানী আর বনাঞ্চল।
হৃদয় মাঝে স্মৃতি জাগে
উদাস মনে শিহরণ লাগে।