ব্যাঙের ডাকে সাড়া দিয়ে
বৃষ্টি এলো ঝেঁপে,
খুকু সোনা গাইছে সুরে
ধানটি দেবে মেপে।
ঘ্যাঙর ঘ্যাঙর সারা দুপুর
ডাকছে দিঘির ধারে,
জলাধারের কচুপাতা
দুলছে বারে বারে।
সোনা কুনোর খুশির মেজাজ
নাচে থপাস জলে,
কোলা বসে দেখে চেয়ে
ব্যাঙের ছাতা তলে।
খুকু সোনা জানলা দিয়ে
দেখে হেসেই মরে,
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
ব্যাঙেরা গায় স্বরে।
উঠোন মাঝে জমেছে জল
খুকুর খুশি মেলা,
কাগজ নৌকা দেয় ভাসিয়ে
খেলে সারা বেলা।