ঠোঁটে ঠোঁট মিশে কথা জমে ছিল
আঁখির তারায় ভরাট হয়েছিল যে ভাষায়।
বুকের ভিতরে লাবডুব শব্দের খেলায়।
মনের মধ্যে তুমুল আলোড়নে,
তুমি তুমি মন আতর গন্ধে মাখা।
দূরের আকাশে কালো মেঘে অভিমান জমলে,
চিলেকোঠা ঘরের অলিন্দ ছুঁয়ে বৃষ্টি পড়ছে টুপ টাপ শব্দে আবহ সুরের ধারায়।
ঠোঁট ঠোঁট মিশলে বরফ গলে জল হয়
মনের নদীতে বয়ে চলে অমৃতধারা সুধাধারা