বৃন্তে যীশু, যেতে পারছি না (Brinte Jishu Jete Parchi Na)
চৌকাঠে যে আটকে গেছে পা,
যেতে গিয়েও যেতে পারছি না !
ভেতর ঘরে হেমন্ত উৎসব
চলছে আদিম অরণ্যানীর তলে
তার ছায়া যে এখনও অঞ্চলে
হরিণ শিশু , যেতে পারছি না !
এসো সময় , সাগর পেতে বসি
আগুন জ্বেলে নিভিয়ে দিই জলে
পুড়বো শতক শব্দ সাধন হলে
পদ্য শিশু , যেতে পারছি না !
এখনও যে বন্ধু , মেঘের কাছে
ভিজবো বলে’ চাইছে ফটিক জল
অচেনা ফুল , মুখ বাড়ালেই ফল
বৃন্তে যীশু , যেতে পারছি না !
এঁটেল টানে আটকে আছে পা
যেতে গিয়েও যেতে পারছি না !