জন্মেছিলেন পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্ৰাম,
বাংলা মায়ের কৃতি সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম।
পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতা ভগবতী দেবী,
দিন যাপন করতেন সদা দরিদ্র নিঃস্ব জনে সেবি।
পুত্র তাঁদের ঈশ্বরচন্দ্র দয়ার সাগর,
বর্ন পরিচয় রচনা করে খ্যাত নাম বিদ্যাসাগর।
বীরসিংহের সিংহ তিনি করেন সমাজ সংস্কার,
বাল্যবিবাহ রোধ ও বিধবা বিবাহের করেন প্রচার।
দীন দরিদ্রের কাছে ছিলেন পতিত পাবন,
অবহেলিত নারীগণের তিনি অতি প্রিয়জন।
আধুনিকতার পরাকাষ্ঠা, সমাজ রীতির প্রতিবাদ করেছেন নিজ মুখে,
শিক্ষা রীতি সব ক্ষেত্রেই যত কুসংস্কার দেন রুখে।
যুগসন্ধিক্ষণে হয়েছিল তাঁর আবির্ভাব,
যুগ পুরুষ অবতার তাঁর কর্মে ছিল অমায়িক ভাব।
ঊনিশ শতকের নব জাগরণের এক প্রাণপুরুষ ঈশ্বর তুমি,
তোমার দীপ্ত প্রদীপে আলোকিত সেকালের সমাজ ভূমি।
সরল উদার বলিষ্ঠ বীর ছিলে চেতনার বেদী,
আধুনিক শিক্ষার জাগাও চেতন অপসংস্কৃতি ভেদী।