বিমর্ষ মর্মরে শুনেছ হৃদয় ভাঙ্গার শব্দ?
কিছু কথা জমা রয়ে যায় শব্দের ভাঁজে,
মনের আনাচে কানাচে অভাবে অনুভবে,
ক্লান্ত বারান্দা নির্বিবাদে পড়ে থাকে আনমনে এককোনে,
চৌকাঠ পেরিয়ে সেই দূরত্বটুকু রয়ে গেছে আজও………
মনখারাপের প্রহর স্বপ্নজাল বুনে একমনে,
প্রান্তিক ইচ্ছেরা দানা বাঁধে রংধনুর আঁকা রঙে,
পরিযায়ী পাখি কখনও মনে লালন করে ঘরে ফেরার তাগিদ……….
অবরুদ্ধ শ্বাস করে হাহাকার,
ভেঙে ফেলে দিক অচলায়তন,
দুর্বার বাতাসে উড়ুক ধূলিকণা পরাগ,
বর্ণময় প্রহর বাড়ায় প্রসারিত হাত,
নীড় ছোটো ক্ষতি নেই ,
আকাশ টা তো বড়….