উনুনে জল চাপিয়ে বসে আছে সেই সকাল থেকে,
সকাল ফুরিয়ে গেল গভীর রাতে এখনও ফিরলনা সীতানাথ।
পারবে কী এসব করতে কবিতায় প্রতিবাদ?
জোঁকটা সকাল থেকেই কামড়ে ঝুলে আছে এখনও পায়নি ওর শরীরের কোনও রক্ত।
কবিতার হাসুয়ারা পারবে কি এসব খন্ডবিখন্ড করতে?
মরুভূমিতে মুখ থুবড়ে পড়ে আছে এ ছেলেটা সে কি জলের আশায় না কি কবিতার খোঁজে?
আজ অন্তত একটা কবিতার ফূল ফুটুক ওর জন্য,
কারণ আজ পৃথিবী জুড়ে বিশ্ব কবিতার উষ্ণতা।
কবিতার খোঁজে পাহাড়ের চূড়ায় উঠতে গিয়ে যে ছেলেটা
এখন চিল শকুনের মুখে,
তাকে অন্তত একটা প্রতিবাদের কবিতা দিও।
বিশ্ব কবিতা দিবস,
পাহাড় ভেঙে বরফের টুকরো এনে ছেলেটার লাশ ঢেকে দিও।
নদীর পাড় জুড়ে বাউলটা তার একতারাতে কোনও গান না পেয়ে নদীতে নেমে
আঁজলা ভরে কবিতাকে পান করতে চেয়েছিল,
সব কবিই তো বাউল,
তবু কেন তাদের একতারাতে কোনও কবিতা খুঁজে পায়না?
বিশ্ব জুড়ে এতই কি উষ্ণায়ণ?
ছেলেটা বিশ্ব কবিতার নিশানা আঁকছে সেই ভোর থেকে,
রাত গভীর হলো
কী রঙ দেবে এখনও ভেবে পায়না।