শরত মেঘে পেঁজা তুলোর নৌকো ভেসে চলে
আগমনির সুরের তানে বিশ্ব কথা বলে।
মিঠে নরম রোদের খেলা নীল আকাশের বুকে
পাখ পাখালি শঙ্খচিলে ঘুরে বেড়ায় সুখে।
ফুলের বাহার রঙের খেলায় প্রজাপতি মেলা
মন আকুলি ভ্রমর মধুপ পুষ্পে পুষ্পে খেলা।
কাশের ঝালর মত্ত হাওয়ায় দোলে প্রবল বেগে
পদ্ম কুমুদ পাতার মাঝে মাথা তুলে জেগে।
কমলা রঙ বোটায় মেখে শিউলিরানি হাসে
ভোরের বেলায় শিশির বিন্দু মুক্তো ধরে ঘাসে।
ফুল কুড়ানি তুলছে শিউলি ভরছে দেখো সাজি
মালা গাঁথা হবে এবার পুজোর তরে আজি।
শরৎ রোদে বার্তা আনে পুজোর বেলা এলো
মা শারদা সপরিবার মর্তবাসী পেলো।
তাক ডুমা ডুম তালে তালে ঢোলে কাঠি পড়ে
আলোর রোশনি মণ্ডপ সজ্জা চাকচিক্যতে ভরে।
অসুর বিনাশ করতে হবে শক্ত হাতে মাগো
বুদ্ধিলোপে বিনাশকারী ত্রিশূল হস্তে জাগো।
মদতদাতা মুখোশ পরে ঘুরছে ঘরে ঘরে
প্ররোচনায় অকাল মরণ কষ্টের জ্বালা ধরে।