বিশ্বাস গড়ে জীবনের ভীত
বেঁচে থাকার মন্ত্র,
অবিশ্বাসে ভাঙ্গন ডাকে
জীবন ধ্বংসের যন্ত্র।
বিশ্বাসী মন প্রত্যয় ভরে
সুখের ছন্দে সাজে,
অবিশ্বাসে কলুষ বিষে
অশান্তি যে রাজে।
মনকে যারা গড়ে তুলে
বিশ্বাস কংক্রীট দিয়ে,
অবিশ্বাসের ঘুণপোকা সব
মরে জ্বালা নিয়ে।
বিশ্বাস হলো অমল নির্যাস
পারিজাতের মত,
সন্দেহ আর কুটিলতা
পালায় দূরে যত।
অবিশ্বাসের গরল নাশে
বিশ্বাসে দাও মতি,
ললিত ছন্দে সাজবে জীবন
মিলবে পরম গতি।