অ্যাগনেস থেকে সেন্ট টেরেসা অব কলকাতা,
সুদূর আলবেনিযা থেকে আয়ারল্যান্ড হয়ে কলকাতা,
কলকাতা থেকে সারা বিশ্ব
ছড়িয়ে আছে তোমার কর্মকাণ্ড,
নির্ভেজাল সেবাধর্মটাই তো অলৌকিক!
অন্য অলৌকিক ঘটনার কী প্রয়োজন?
ভাষার সীমাবদ্ধতা দূর নির্মল হৃদয় ও হাসিতে
কতোটা পথ পেরিয়ে তুমি আজ সেন্ট,
আসলে তুমি সেই মা, বিশ্বমাতা টেরেসা ।।