শিশুসাহ্যিতিক সুকুমার রায়
খ্যাতিমান কবি এই ভবে,
ছড়াকার নাট্যকার তুমি কবি
হাস্যরসাত্মক ছড়া রবে ।
আবোল তাবোল পাগলা দাশু তে
আমরা সবাই রহি ভক্ত,
হযবরল বিশ্ব বিখ্যাত লেখা
সকলের লেখা থেকে শক্ত।
উপেন্দ্র কিশোর পুত্র সুকুমার
স্বর্ণ যুগে জন্ম ছিল তাঁর,
আলোকচিত্র লিথোগ্রাফার শিক্ষা
বিদেশেতে লেখাপড়া যার।
‘সন্দেশ’ সম্পাদনা দায়িত্ব কাঁধে
পিতার মৃত্যুর পর থেকে,
ছাপাখানা পরিচালনায় দক্ষ
পারিবারিক দায়িত্ব রেখে।
দশ সেপ্টেম্বরে উনিশো তেইশ
পরলোক গমন করেন,
আজকের দিনে প্রণাম জানাই
বিশ্বখ্যাতি জগতে ধরেন।