মনের মহামারী গুলো মেরে ফেলতে
তুমি শিখিয়েছ
বইয়ের প্রতি পাতায় –
একেকটা রোগের এক একটা ওষুধ
তুমি চিনিয়েছ রোদ-রঙ
তুলো-মেঘ
পাগল ঝড়
তুমি ধরিয়েছ
বেঁকে যাওয়া রাস্তার প্রতি নেশা
পাখির নরম বাসার উপর ঝুঁকে পড়ে
চোখ দিয়ে হাসতে তুমিই তো শিখিয়েছ
তোমার তুলিতে জন্ম নিয়েছে
কত নারী – পুরুষ
এবং তাদের মাঝে বয়ে যাওয়া
কত শীতল উষ্ণ স্রোত
লিখেছ ভবিষ্যতের আগুন চিঠিও
আমি ক্ষুদ্র
অতি ক্ষুদ্র
তোমার সেই সাধারণ মেয়ে
কিন্তু তোমাকে পেয়ে নিজেকে যেন পৃথিবী মনে হয়
মেঘ-চুল এলিয়ে বসে থাকি –
চঞ্চল সবুজ আসনে
আমার ধৈর্য্য ডানায় খেলা করে সমুদ্র
আমার ক্ষমার মুঠোয় গান বোনে পাহাড়
আমার শিরায় শিরায় বয়ে যায় চাঁদ সূর্য লক্ষ কোটি তারা
তোমার স্পর্শে –
আমি বিশ্ব হয়ে যাই
আমার প্রিয় কবি