মেহেন্দির চোখে এখন রক্ত
একটা গোটা চাঁদের স্বপ্ন দেখে মোমবাতি
গলে যায় আয়ু
অমৃত থেকে বিষের এই সফরে
পচন ধরা মনে জন্ম নেয়
হাজারো কীট
এ বাজারে কীটনাশক মেলে না
বেহিসাব পুষ্টিকর খাদ্যে দিন দিন
হেলদি হয়
চারকোনা শহর
পাল্টে গেছে
আন্ধকারের শাসনে
রঙহীন।
মেহেন্দির চোখে এখন রক্ত
একটা গোটা চাঁদের স্বপ্ন দেখে মোমবাতি
গলে যায় আয়ু
অমৃত থেকে বিষের এই সফরে
পচন ধরা মনে জন্ম নেয়
হাজারো কীট
এ বাজারে কীটনাশক মেলে না
বেহিসাব পুষ্টিকর খাদ্যে দিন দিন
হেলদি হয়
চারকোনা শহর
পাল্টে গেছে
আন্ধকারের শাসনে
রঙহীন।