ক্ষুধার আগুনে জ্বলে ক্ষুধিতের প্রাণ
উনানের আঁচ গেছে নিভে,
ক্ষুধাতুর ওই গরীবের দল
রসনার স্বাদ পায়না তো জিভে!
লোভী তার লালসার কাঁথায়
লোভের নক্সা আঁকে,
চাওয়া পাওয়ায় শূণ্য দরিদ্র
বঞ্চিত সারাজীবন থাকে!
উপবাস যাদের পরম বন্ধু
নিরাশা শয়ন সাথী,
ধৈর্য্য সহিষ্ণুতা মরীচিকা যেন
ঘরে তাদের জ্বলেনা বাতি!
ন্যায্যতা যাদের দূর অস্ত
অবহেলা প্রিয় বন্ধু,
তাদেরই শ্রমে ক্রম বর্ধমান
ধনীর অর্থ সিন্ধু!
লোভী ও ভোগীর বিনাশ কি আর
হবে না এ পৃথিবীতে?
নিক্ষেপ করো মনের আবর্জনা
নরকের ওই চুল্লিতে !