বিভেদ- দ্বেষে ধর্মে বর্ণে
কাদা মাখে মন,
খুনোখুনি – রক্তপাতে
হারায় আপন জন।
মানুষ জাতি হিন্দু- মুসলিম
জৈন -পার্সি- শিখ,
সবার দেহের রক্ত যে লাল
এতো সত্য ঠিক।
তবু মানুষ বিবেক ছাড়া
মনে পোষে রোষ,
স্বার্থ দ্বন্দ্বে লুটে চলে
বুকে হিংসা জোশ।
সাম্য প্রীতি মানবতা
ধর্মশাস্ত্রে কয়,
মূঢ়মতি মানুষ স্বার্থে
ডাকে নিজের ক্ষয়।
দম ফুরালে সবাই যাবে
কেউ রবে না আর,
মিছে কেন হিংসে ঝগড়া
মুখটা রাখো ভার?