তোমার উচ্ছ্বাসহীন হৃদয় দেওয়ালে বাধাপ্রাপ্ত হয়েও,
ভালোবাসার প্রবল ঢেউয়ের ছন্দ তোমাকেই উৎসর্গ করেছি l
বিধ্বস্ত মননে তোমার সরব উপস্থিতি আমার মনের বিদগ্ধ অনুভবে চিরকাল অম্লান l
রাতের নির্জনতায় একাকী আমি প্রহরগুনি l
আমার দহন পীড়ন নিবারণের আকাঙ্ক্ষায় তোমায় চেয়েছি ক্ষণিক চেতনার পূবআকাশে l
মনের কোঠরে ভালোবাসার ক্ষুধায়,অসহায়ত্বের মাঝে,
খেয়ালি বাতাসের প্রহর শেষে বিবর্ণ প্রেমে রঙের ছোঁয়া চাই l
আকুল তৃষ্ণায় কল্পদৃষ্টিতে বহুবার আলপনা আঁকতে চেয়েছি,
কিন্তু, প্রেম আমার বিবর্ণ রয়ে গেলো l
অশ্রু সজল চোখে বৃষ্টি নেমেছে অন্তিম যন্ত্রনার দেশে l
ঋতুর বৈরিতায় অভ্যস্ত এখন আমি..
বিদীর্ণ প্রেমে পূর্ণ-জাগ্রত স্বপ্ন,অন্তরে নিবিষ্ট ক্ষণকালের জন্য l
হৃদয়পুরে শ্রাবণ বইছে অঝোর ধারায়…
জোৎস্না মাখতে চাইছে বুক,
ক্লান্তিগুলো রাত্রি ছুঁয়ে ঘুমহারানো চোখে সঞ্চিত l
তোমার দীঘল চোখের গভীরে দেখেছি প্রেমের মৃত্যু অগণিতবার l
বিবর্ণ প্রেমের আঘাতে ক্ষত-বিক্ষত আমি..
নিয়তির বিষাক্ত ছোবল জ্বালা বুকে নিয়ে অদৃশ্য হই অফুরন্ত দিগন্তের মাঝে l
তবু ভাবতে ভালো লাগে তোমায়,
এভাবেই বিবর্ণ প্রেম আমার উজ্জ্বল থাকুক অনন্তকাল ধরে ll