ঝরা পাতাটা আজ বিবর্ণ হয়ে গড়াগড়ি খাচ্ছে কেমন!
মাঝে মাঝে শোনা যায় ঝরাপাতার খসখস মর্মর শব্দ–
যেন ফিসফিস করে কিছু বাসনার কথা বলতে চায়,
জীর্ণ পত্রের শরীরে সেই সতেজতা , টগবগে যৌবন আর কোথায়!
একসময় তার রঞ্জকে সকলের আহারের ব্যবস্হা হতো।
সময়ের আবর্তে নিঃশেষিত হয়ে গেছে তার সব ক্লোরোফিল
বার্ধক্যের ভারেই শুষ্ক হয়ে এখন ঝরা পাতা
ভ্রাম্যমান হয়ে মর্মর ব্যথা সঙ্গে করে বিদায়ের দিন গোনা
জঞ্জালের মতো কোনো ভাগাড়ে হয়তো পড়ে থাকা
একসময় ন্যাড়াপোড়ার মত উৎসব হবে
আগুনের লেলিহান শিখার মাঝে ক্ষীণ শব্দ
উদ্ভিদ বর্গে পুনরায় কিশলয় জন্মাবে
ঋতু চক্রে পাতাগুলো আস্তে আস্তে সবুজ থেকে বিবর্ণ ফ্যাকাসে হয়ে ঝরে যাবে
তখন সেও শুনতে পাবে ন্যাড়া পোড়ার উল্লাস
দূর গগনে রবি হেসে বলবে তুমি অপাঙক্তেয়
আবার শোনা যাবে ক্লোরোফিল বিহীন কোনো শুষ্ক ঝরাপাতার আর্তনাদ !!