ছোট্ট বেলা মন যে জাগে
খঞ্জ সুরে ভগ্ন ঘাটে
অনেক কথা অনেক ব্যথা
আমার দিম্মা বিধবা যে।
বাঁশীর সুর কানে এলে
খাবার বেলা দূপুর বেলা
খাবার ফেলে উঠতে বলে
খাবার খাওয়া যায় না যে ।
হিমেল শীতে উঠোন মাটি
নগ্ন পায়ে নেই কো চটি
পায়ের ধূলি ধূতে ধূতে
সইতে হয় জল “হাজা”তে।
অনেক গাছ অনেক পাতা
জড় করা সহজ কথা
ঝরা পাতায় আগুন বাড়া
কালনেনিয়ার গন্ধ ভাতে।
অম্ববচীর নিয়ম রাখা
চোখের পানি শুকিয়ে রাখা
সাবুর দানা ভিজিয়ে রাখা
নুন চিনিদের নিষেধ যে ।
নবপ্রজন্ম শুনবে কি
কেন শুনবে কারণ কি
বুদ্ধিহীনা বলবে কি
নিয়ম বুঝি বিধবা তে।
নিয়মগুলো হরকরা
বুদ্ধিমান পুরুষেরা
কোন্ বিদ্যায় শিক্ষিত কোন্ শাস্ত্রে লিখিত
নরনারীর ভেদাভেদে ঈশ্বর কি জড়িত?