মা গো কালো মা আমার
কত ছেলেই তো ছেড়ে গেছে তোমাকে দুর্যোগের দিনে,
তবুও তুমি ছিলে ধৈর্যে আশায় অবিচল
যে বাণী আমাদের বাঁচতে শিখিয়েছে,
জীবন আমাদের আঘাতে আঘাতে নিঃস্ব করে দিলেও
তোমার আশা নিয়েই তো আমরা
তোমার সন্তানেরা পরম বিশ্বাসের দিকে এগিয়ে গেছি,
যা আমাদের জীবনকে বলিষ্ট করেছে।
আমরা অশিক্ষিত তোমার উলঙ্গ ছেলেরা বুনো ঝোঁপে ঝাড়ে
ছেঁড়া ন্যাকড়াকে পাকিয়ে বল করে খেলেছি দিনে দুপুরে,
চা-বাগান কিংবা কফিক্ষেতে ওরা আমাদের রক্ত নিঙড়ে নিয়েছে পুড়িয়েছে অসহায় ভাবে,
অজ্ঞ কালো মানুষ আমরা ভয় ভক্তি করি ধনী শেতাঙ্গদের
আমরা অন্ধকারে জীবনকে খুঁজেছি হাতড়ে হাতড়ে,
নিরাশ জীবনে মৃত্যুও ছন্দহীন।
মা তোমার ছেলেরা ক্ষিদে তৃষ্ণায় মরে পোকা মাকড়ের মতো
তোমাকে মা ডাকতেও দ্বিধা হয় তাদের
রাস্তা পেরোতে গেলে শেতাঙ্গদের ভয় তাদের কুঁকড়ে ফেলে।
মা আমরা তোমার সেই ছেলে
এবার জীবনে ফিরিয়ে এনেছি আশাকে,
বিশ্বাসকে অমল পদ্মের মতো ফুটিয়ে তুলেছি।
———————— অগোস্টিনা নেটো